POS & Accounting Software তৈরি করতে চান?

bpa_main_300images

POS & Accounting Software তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নাম্বার: 01733456079. E-Mail করতে পারেন market.news724@gmail.com .

POSscr_2-700x533

Inventory Software তৈরি করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নাম্বার: 01733456079. E-Mail করতে পারেন market.news724@gmail.com .

মাত্র ৫০০ টাকায় স্মার্টফোন

smartphones_pile

বিলাসিতার গণ্ডি ছাড়িয়ে প্রয়োজনের তালিকায় অনেকদিন আগেই ঢুকে পড়েছে স্মার্টফোন। নেট সার্ফিং থেকে সোশাল মিডিয়া সবই সহজলভ্য স্মার্টফোনের হাত ধরেই। এবার পাশ্ববর্তি দেশের BPL তালিকার অন্তর্ভুক্তদেরও এই প্রয়োজনীয়তার আওতাভুক্ত করতে এগিয়ে এসেছে “রিংগিং বেলস”। সরকারি সহায়তায় প্রায় সাত ডলারেই স্মার্টফোন বাজারে আনছে এই সংস্থাটি। ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে মাত্র ৫০০ টাকা। সংস্থাটির দাবি, কাল থেকেই বাজারে মিলবে তাদের নয়া স্মার্টফোন। প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরির্করের হাত ধরে বাজারে আসার কথা ফোনটির।

আপাতত একটি মডেল “ফ্রিডম 251”-এ পাওয়া যাবে এই স্মার্টফোন। তবে এই হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন এখনই ফাঁস করতে নারাজ সংস্থার কর্মকর্তারা। তাঁরা জানিয়েছেন, উদ্বোধনের দিনই জানানো হবে এর বৈশিষ্ট্যগুলি।

সংস্থাটির আরও দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “মেক ইন ইন্ডিয়া” অভিযানকে সফল করবে এই প্রকল্প। মূলত তাঁর ইচ্ছেকে সম্মান জানিয়ে দেশের প্রতিটি মানুষকে একসূত্রে বাঁধতেই এই প্রকল্পটি আনা হয়েছে।

কম্পিউটার ও ইন্টারনেটকে ছাত্রছাত্রীদের কাছে সহজলভ্য করতে এর আগে সরকারি সহায়তায় সস্তায় আকাশ ট্যাবলেট বাজারে আনা হয়েছিল। দাম ছিল মাত্র তিন হাজার টাকা।

ওটিসি মার্কেটের কোম্পানিগুলোকে মূল মার্কেটে আনার প্রক্রিয়া চলছে। সিকিউরিটিজ আইন পরিপালন করায় ১২টি কোম্পানিকে ইতোমধ্যে মূল মার্কেটে আনা হয়েছে। বাকি কোম্পানিগুলো মূল মার্কেটে আনার কাজ চলছে।

abul mal

ওটিসি মার্কেটের কোম্পানিগুলোকে মূল মার্কেটে আনার প্রক্রিয়া চলছে। সিকিউরিটিজ আইন পরিপালন করায় ১২টি কোম্পানিকে ইতোমধ্যে মূল মার্কেটে আনা হয়েছে। বাকি কোম্পানিগুলো মূল মার্কেটে আনার কাজ চলছে।

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমানের (খুলনা-২) এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অবশেষে ওটিসির দুর্ভোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। ওভার দ্যা কাউন্টার (ওটিসি) নামের বিকল্প এই বাজারকে ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে সরকার।

আবুল মাল আবদুল মুহিত বলেন, শেয়ারহোল্ডারদের সুবিধার জন্য ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ৬৬টি কোম্পানিকে মূল মার্কেটে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। তবে মূল মার্কেটে আসতে হলে অবশ্যই কোম্পানিগুলোকে আইন পরিপালন করতে হবে।

তিনি বলেন, কোম্পানির আর্থিক স্বচ্ছলতা এবং সিকিউরিটিজ আইন পরিপালন করলেই মূল মার্কেটে আসতে পারবে কোম্পানিগুলো। আইন পরিপালন করানোর জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাজ করছে বলেও জানান তিনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে।

dsej11433160861

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার পরিচালক নির্বাচন আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করার জন্য ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করছে ডিএসই পরিচালনা পর্ষদ। ডিএসই ট্রেকহোল্ডার সূত্রে এ তথ্য জানা গেছে।

‘ডিএসই শেয়ারহোল্ডার ডাইরেক্টরস ইলেক্টশন রেগুলেশনস- ২০১৪’ অনুযায়ী এই নির্বাচন পরিচালিত হবে।

সূত্র মতে,  শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের ভোটারদের তালিকা প্রকাশ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। আগামী ১৬ থেকে ২২ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ওই দিন বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। এরপর ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে।

প্রার্থীর তালিকা প্রকাশের পর কোনো প্রার্থী তার প্রার্থীতা বাতিল করতে আগামী ৭ মার্চ বিকেল ৪টা পর্যন্ত সময় পাবেন। ওই দিন বিকাল ৫টায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৫ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের পর গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। তবে ডিএসইর ৫৪তম বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

ডিমিউচুয়ালাইজেশনের (স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনাকে আলাদা করা) শর্ত অনুসারে প্রথম বছর ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হবেন। এক বছর পর তাদের মধ্য থেকে একজন বিদায় নেবেন; তার বিপরীতে নতুন একজন পরিচালক নির্বাচিত হয়ে পর্ষদে যুক্ত হবেন। পরের বছর অপর তিনজন থেকে একজন পরিচালক অবসরে যাবেন। তার বিপরীতে নির্বাচনের মাধ্যমে আরও একজন নতুন পরিচালক যুক্ত হবেন। একই নিয়মে তৃতীয় বছরেও অপর একজন পরিচালক অবসরে যাবেন এবং নতুন একজনকে নির্বাচিত করা হবে। এভাবে প্রতিবছর একজন পরিচালক অবসরে যাবেন এবং তার বিপরীতে নতুন একজনকে যুক্ত করা হবে।

সূত্র মতে, ডিএসইর নির্বাচন বিষয়ে ৩ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিটি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য হলেন- হারুন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-উর-রশিদ এবং এম অ্যান্ড জেড সিকিউরিটিজ লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক এম. মনজুর উদ্দিন আহমেদ।

ডিভিডেন্ড ঘোষণা গ্রামীণফোনের

GP-Logo4

বিনিয়োগকারীদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৬০ শতাংশ ক্যাশ ও ৮০ শতাংশ অন্তবতীকালীনসহ মোট ১৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।

রোববার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১৪.৫৯ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ২২.৬৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছে ২৮.৭৩ টাকা। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯/০৪/২০১৬ সকাল ১১ টায়, বসুন্ধারা কনভেনশন সেন্টার, বসুন্ধরা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৯ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি গত বছর শেয়ার হোল্ডারদের জন্য ১৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিলো ১৪.৬৭ টাকা, শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছিলো ২৩.২৩ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ (এনওসিএফপিএস) হয়েছিলো ২৩.১৫ টাকা।

পেইনকিলার নয়

6106606_f496

পেইনকিলার নয়

#মাথাব্যথা , মাইগ্রেন কিংবা বাতের কারনে অনেকের জীবনই হয়ে উঠেছে অতিষ্ঠ। ব্যথানাশক ওষুধ সেবন করে সাময়িক মুক্তি মিললেও তা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর। তাই আজ আমরা জানব ওষুধের বিকল্প কিছু উপায়, যা আপনার হিসেবে কাজ করবে।

মনোযোগ সরিয়ে নিন

#যখন দেহের কোন অংশে ব্যথা অনুভাব হয়, তখন আমাদের সম্পূর্ণ মনোযোগ সেদিকেই থাকে। তাই এ ব্যথা থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হলো, মনোযোগ সরিয়ে নেয়া।

কল্পনা করুন

#এক গবেষনায় দেখা গেছে, মনে মনে নিজের পছন্দের খাবারের কথা চিন্তা করলে অনেক ধরনের ব্যথা কমে যায়। তাই যখন মাথা ও মাইগ্রেনের ব্যথা অনুভব হবে, তখন পছন্দের খাবার গুলোর কথা চিন্তা করতে থাকুন।

আকুপাংচার

#চিনে অতি প্রাচীনকাল থেকে ব্যথা নিরাময়ে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে আকুপাংচার। আকুপাংচার মূলত দেহকে রিলাক্স করে ও রোগ নিরাময়ে সাহায্য করে।

ধ্যান করুন

#ধ্যান করার মাধ্যমেও শরীরের অনেক ব্যথা কমানো সম্ভব। ধ্যানে বসলে শরীরের অনেক ব্যথা কমানো সম্ভব। ধ্যানে বাসলে শরীরের অনেকটা রিলাক্স হয় ও মনোযোগ অন্য দিকে সরে যায়। ধ্যান করলে শুধু ব্যথা নয়; বিষণ্ণতা,

উত্তেজনা ও উচ্চ রক্তচাপের সমস্যাও কমে যায় অনেকাংশে।

গান শুনুন ও উচ্চঃ স্বরে হাসুন

#ব্যথা উপশমে সবচেয়ে ভালো ওষুধ হাসি।হাস্লে আমাদের দেহ থেকে প্রাকৃতিক ভাবে ভালো লাগার হরমোন অ্যান্ডোরফিনের নিঃসরণ ঘটে, যা মস্তিস্ককে অনেকটা রিল্যক্স করে। এতে ব্যথা উপশম হয় অনেকখানি।

অনুশীলন

#ওজন বেড়ে যাওয়ায় কারনে শরীরের বিভিন্ন অংশে ব্যথা হতে পারে। তাই আপনি যদি প্রতিদিন নিয়মিত অনুশীলন করেন, তাহলে অনেক ধরনের ব্যথাই নিরাময় হয়। আর যাদের বাত রয়েছে, তারা যদি অ্যারোবিক এক্সারসিইজ করেন; তবে ব্যথা ক্মে যাওয়ার পাশাপাশি সহ্নশীলতা, শক্তী, কার্যকরী ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে।